মন তুই শয্যা বিনা,
নাড়া তোর জগৎ হীনা।
ভোলা সে খুব অচেনা,
ভোলা যে দাম বোঝে না।
পাপিষ্ট মন জানে না,
দেমাক দামে জগৎ কেনা।
না না না ধিন তা না না,
বুঝ বুঝে নাড়া টানা।


ভবের এই ছোট্টো ঘরে,
জয় খুজিছ আপন পরে।
কোনটা পাবি কি হারাবী,
আসলে কে কার সঙ্গে যাবি.?


ভোলা তো সেই সে জনা
মন যার তাপ জানে না।
জ্বলে না পরের জলে
আপন খুশী সত্য ছলে।
জগত সুখে সুখি মনা
ভোলা তো সেই সে জনা।


ধরনী বেজায় লোভে
কামনার মিথ্যা ভবে।
বাসনা শেষ সীমানা
ভোগেতে মন ভরে না।


নুনেতে গুন না খুজে,
চিনিতে সুখটা বোঝে।
চিনিতে পোক বাসা ঘর,
নুনেতে পিপড়া দে দৌড়।
চিনি স্বাদ নুন কি বোঝে.!
নুন চিনলে কি চিনি খোজে.!
মনেতে ঝোক না পাগল
নাড়া তোর আপন হাতল।


★ অক্টোবর ২০১৯