গভীর রাতে দুঃস্বপ্ন ভেঙ্গে দুঃসময় হাতড়ে চলি।
ক্লান্তিটা ক্লান্ত হয়ে শান্ত হয়েছে অনেক কাল।
এখন স্বপ্নে বাঁচা সুখটা খোঁজা অযথা অকাল।
যান্ত্রিকতা বুকে জড়িয়ে জীবন রাঙ্গাতে দিনগুলি।


রঙটা তোমরা অনেক দেখো দেখবে বলে।
শূন্যতায় জেগে থেকে রঙটা খোঁজ সুখের ছলে।
জলপ্রপাতে সৌর আলো শ্যাওলা ঘেরা জলে।
সাদা সদাই ক্যানভাসে রঙ জীবন বোধের মূলে।


আমি আকাশ তুমি চাঁদ কলঙ্ক  চুম্বন অনন্তকাল।
পোড়া রুটি ঠোঁটের কাছে তবু আকাশটা বিশাল।
গল্প শোনা কাব্য বলা ঘুম পারানি গান।
বৃষ্টি ছুঁয়েও মনের জমিন শুষ্কতায় সমান্তরাল।  
কখনো কখনো ঝাপটে ধরো ভয় ভাঙ্গাতে।
জীবন তুমি থমকে কেন দিন কাটাতে।


শূন্য পথেই হাঁটতে একা পাথর বুকে।
জলপ্রপাতের ঝর্ণা ধারা আটকে রেখে।
মেঘ জমেছে বাষ্প স্রোতে বৃষ্টি পেতে।
বাঁধের খুঁটি ঘাস জমেছে জীবন অভিপ্রেতে।


★ মে ২০২০