সিঁদুরের লালে আমার যত আতঙ্ক।
লাল সেতো ধ্বংসের প্রতিক,
লাল সেতো অনলের তাপ।
রোমান যোদ্ধার অনালগ্রন্থি জাগাতে পতাকা লাল।
স্পার্টা'র বাড়তি শক্তি অনুভবের বৈজয়ন্তী লাল।
হেলেন সে তো জ্বলন্ত কিছু, লাল।
স্পার্টা আর হেলেনের লাল, রক্ত লালে ডুবন্ত ট্রয়।
গ্রীক দেবতা মার্সের রথ সেও লাল।
প্রেমের উষ্ণতার শুভ্র ফেনা ঝরে যায় সেই লালের গভীরে।


নিষ্ঠুরতা, ক্রোধ, সংকট কিংবা বিনাশের প্রতীক লাল।
গোলাপের লালে ভালবাসার প্রতিচ্ছবি।
দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য আলোর অনুভূতি লাল।
লালের দৈর্ঘ্য দীর্ঘ বলেই অতিক্রান্ত লালে জীবন অবলোহিত।


তবুও সাঁঝবেলার লাল আমায় ভীষন ছোঁয়।
কোন বিশ্বাসঘাতকতা, প্রতারনা,
মৃত্যু কিংবা ধ্বংসের শঙ্কা জোটে না।
খুব বেশী অনুগত হয়ে যাই,
অনুভবে ছড়িয়ে পরে নতুন জীবনী শক্তি,
অক্লান্ত, শান্তি আর সুখের উর্বরতা।
অবশ্য নিঃস্ব করে তোলে-
জাগতিক সুখের অনুসঙ্গ স্বার্থপরতা আর সংকীর্ণতা থেকে।


গোধুলীর লাল রবি আমার স্মৃতির প্রতিফলন।
বিলীন পূর্ব লালে আমার ফিকে হওয়া রক্তক্ষরণ।
ভবিষ্যত আঁধারের কালোতে আমি নীল হয়ে যেতে চাই।
সবুজ হয় ছড়িয়ে পড়তে চাই অসীম দূরে।


★ জুন, ২০২০