পুরুষ মেঘ ঝরতে মানা বৃষ্টি হয়ে।
মনের শহরে
তাই আমার কোলাহল বইছে ধেয়ে।
সুচতুর নিষ্ঠুর শিকারী যখন সফলতার ধ্যানে।
দেরিতে জানা
প্রেমের বিষ ওষ্ঠে ছিল লালশার বীণে।


ভুল সময়, ভুল স্বপ্ন, ভুল ভালবাসা।
ভুলের রাজ্যে ছড়িয়ে আছে প্রবঞ্চনার কুয়াশা।
জন্ম যখন কোন এক অকাল প্রেমে।
হৃদয় থেঁতলে শোধিতে হয় নগণ্য ঋণে।


চৈত্র শুষ্কতায় তৃষ্ণার্ত চাহনীতে চৌচির প্রত্যাশা।
ক্ষোভ অভিযোগ ঘৃণা অভিশাপ প্রাপ্তির ভালবাসা।
বুক কেঁপে জেগে ওঠা শ্রাবনের মেঘ।
নির্লিপ্ত চোখ শুকিয়ে বাঁচা জীবনের খেদ।


বেসুরো জোৎস্নায় সাথী আমার রূঢ়তার তাপ।
চিন্তার দূরত্বে পদ্মাসনে বসে জীবনের বিলাপ।
অভিমান জমা রবে আজানা নীল খামে।
হলুদ কাগজে
লেখা যত কোন এক বিদায়ি নামে।


★এন এস এম মঈনুল হাসান সজল
★ মে ২০২০