আমি তোমাদের জগতের নই।
তোমরাও আগন্তুকের অভ্যর্থনা জানোনা।
আমি তোমার মতের নই।
তুমিও মতামতের শ্রদ্ধা জানোনা।


বিশ্বাস, আদর্শ, ভাবাদর্শ, মতাদর্শ
মূল্যবোধের বিশুদ্ধতায় জ্ঞানতাত্ত্বিকতার অসামঞ্জস্য।
পূর্বানুমানের মৌলিকতা প্রতিষ্ঠার প্রত্যাশা
ব্যাক্তি সংকীর্ণতা ভিন্ন আবেগে সন্ত্রাসের লালশা।


ধর্ম, রাজনীতি, জ্ঞান কিংবা সমাজপতি
উদারতাবাদ, ফ্যাসিবাদ, সমাজতন্ত্র কিংবা গণতন্ত্রী।
সমর্পণহীন বাদানুবাদে বিজয়ের স্বপ্ন খুঁজে।
তুরুপের তাসে হারিয়ে দেবার কেষ্ট জোটে।


সত্য কতটা সত্য,
বিচারে ভাবনা অকুন্ঠ।
জীবন যতটা অভিন্ন,
সূর্যরশ্মি প্রভাতে-অপরাহ্নে ভিন্ন।


জলাশয়ের অভিপ্রায়ে কালোমেঘ কি বর্ষায়.!
সব বিহগ উড়ে গেলেও শশী কই ঝাপসায়।
প্রাকৃতিকতা, প্রয়োজন, স্বভাবজাত কিংবা বাস্তবতা
বিবেচনার পর্দা বাতাসে না দোলা হীনমন্যতা।


কোন এক ভুলের মিছিলে স্লোগান তুলে
ছুটে চলা ছলনার বেড়াজালে।
আপন অন্তরালে বেড়ে ওঠা আদিমতা
চিন্তার ঢেউগুলোর বিচ্ছুরনের ব্যর্থতা।


তোমার আমার ভিন্নতা যারটাই যত দামী।
পথ চলার পথিক আমরা জেনে কখন নামি।
মুদ্রার এপিঠ-ওপিঠ এক জীবনে কতটাই দৃশ্যত।
আজ আমাদের ভাবনা যত, হোক না একবার শ্রদ্ধাবনত।


★ মে ২০২০