আবার কোমর বাঁধি
মঈন তাজ


ভ্রান্ত পথে শ্রান্ত হয়ে সব হারিয়ে কাঁদি,
ভ্রান্তি নাশে বাঁচার আশে আবার কোমর বাঁধি।
সকল বাঁধা ছিন্ন করে ভিন্ন পথে হাটি,
নতুন ফসল বুনবো বলে আবাদ করি মাটি।


মাঠের কোলে ফসল হলে হৃদয় সুখে ভরে,
আনন্দে তাই মনটা হাসে খাটি মাটির তরে।
কষ্ট কথা বুকের ব্যথা যায় রে ভুলে সব,
রৌদ্রে ঘামে যায় না থেমে জীবন কলোরব।


মনের মত সাজায় কত চারণভূমি খানি,
যত্ন করে রত্ন ফলায় জীবন করে পানি।
শ্রম সাধনায় জীবন যেনো হলো কলুর ঘানি,
আড়াল থেকে কে যে মোরে শুনায় সুখের বাণী।


সব হারিয়ে নিঃস্ব হয়ে তাও ভাঙিনা মন,
পথের মাঝে পথের দিশা করি অন্বেষণ।
ভ্রান্ত পথিক ক্লান্তি ভুলে আবার পথে হাটি,
এমনি করে জীবন হবে সোনার চেয়ে খাঁটি।


যে দিন আমি পেয়ে যাবো সঠিক পথের দিশা,
হৃদয় জুড়ে ফুটবে আলো কাটবে অমানিশা।
সব হারিয়ে কাঁদবো না আর হাসবো মহা সুখে,
জীবন পথের সকল বাধা উঠতে হবে রুখে।


যশোর
২৮/০৮/২১