অঘ্রাণের আঘ্রাণ
মঈন তাজ


হেমন্তের এই স্নিগ্ধ পরশ
হরশ জাগায় প্রাণে,
চারিপাশ আজ মউ মউ করে
নতুন ধানের ঘ্রাণে।


সোনালী রঙ ধরেছে আজ
সবুজ মাঠের ধানে,
চাষির মনে নতুন আশার
জোয়ার বয়ে আনে।


নতুন ধানে খুশির বানে
ভরে চাষির গোলা
প্রানবন্ত কৃষাণী আজ
মনে খুশির দোলা,


অঘ্রাণের এই আঘ্রাণে আজ
হাসে কৃষাণ বধূ,
হেমন্তীকার ফুলে ফুলে
মৌমাছি খায় মধু।


নবান্নের এই অন্ন যখন
আসে চাষির ঘরে,
খেজুর রসের পিঠা পায়েস
হৃদয় সবার ভরে,


দাওয়াত পেয়ে জামাই মেয়ে
আসে বাপের বাড়ি,
শ্বশুর বাড়ি আসে জামাই
সাথে মিঠাই হাঁড়ি।


ঢাকা
০৭/১২/২১