আমি দেখেছি অনিন্দিতা
মঈন তাজ


অনিন্দিতা,
তোমার শহরে আমি দেখেছি সেদিন,
কী নিদারুণ কষ্ট মানুষের!
সেখানে মানুষ আর কুকুরের কোন ভেদ ছিলোনা,
একই ভাগাড়ে উভয়ে খাদ্য খুঁজে।
শীতের রাতে সেদিন শুনেছি আমি
মানুষের হু-হু কান্না,
পলিথিন মোড়ানো মানুষের দেহ,
অসহায় মানুষের করুণ চাহনি।


ক্ষুধার্ত শিশুটি হোটেলের সামনে ছিলো,
খাবার দেবেনা বলে খুন্তি দিয়ে তাড়িয়ে দিলো তাকে।
কী বিশ্রী গালাগালি হলো তাকে উদ্দেশ্য করে,
তা দেখে চোখে জল এলো আমার।


আমি দেখেছি অনিন্দিতা,
ফুটপাতে পড়ে থাকা চিকিৎসাহীন মানুষ,
টাকার অভাবে হাসপাতাল বিতাড়িত রোগী,
কত অসহায় মানুষের চাপা আর্তনাদ।
তোমার এই রঙিন শহরে,
এত এত সুখ ঠাসা,
অথচ কি নিষ্ঠুর মায়া মমতাহীন
অবহেলিত মানুষ!


যশোর
১৮/০২/২০