আসলে কেনো মনে
মঈন তাজ


নাইবা যদি বাসলে ভালো আসলে কেনো মনে?
তোমার আমার পিরিত কেনো জানলে জনে জনে?
কেনো বলো হানলে আঘাত আমার মনের ঘরে?
পিরিত করে মান থাকেনা ভাবলে কেনো পরে?


আপন কথা ভেবে সখি যাচ্ছ চলে দূরে,
প্রেমানলে এখন আমি একলা মরি পুড়ে।
একলা ঘরে একলা আমি একলা জাগি রাতে,
তোমার হাতের কমল পরশ অনুভবি হাতে।


নিঃস্ব আমি বিশ্ব মাঝে ঘুরি একা একা,
পথ হারিয়ে কোন পথে যায় পায়না তোমার দেখা।
তোমার আশায় আজো আমি ঘুরি পথে পথে,
পথহারা এই নিঃস্ব পথিক পায় না তোমায় রথে।


ভালোবাসার ফুল ফুটেনি তপ্ত বালুচরে,
তাই তো তুমি চলে গেলে আমার অগোচরে।
তোমার হাতেই সঁপে ছিলাম আমার মনের চাবি,
তোমার সুখেই হলাম সুখী এই কথা রোজ ভাবি।


কেমন করে বুঝবে সখি কি জ্বালা এই ক্ষতে?
দুর্বিসহ ভীষণ জ্বালা যায় না কোনো মতে।
একলা কাঁদি একলা হাসি দুঃখ নিয়ে বাঁচি,
এখনো যে তোমার আশায় আমি বেঁচে আছি।


যশোর
৩০/০৭/২১