অসভ্যতার কালো ছায়া
মঈন তাজ


অসভ্যতার কালো ছায়া দেখি সভ্যতার মাঝে।
অদূরে দেখিত তাই অসভ্যতার দামামা বাজে।
সভ্যতার মাঝে দেখি বর্বরতার ঝলকানি।
সভ্যতা আজ লেবাস শুধু অসভ্যতার হানাহানি।
সভ্যতার নামে করি অসভ্য সব কাজ।
সভ্যতার নামে পরি অসভ্যতার তাজ।
গর্ব করে বলি কত সভ্য মানব জাতি।
অসভ্য সব কাজ নিয়ে কেন্ করছি মাতামাতি।
নির্মমতার চরম থাবায় কাঁদছে মানবতা।
দিনে দিনে বিশ্ব মাঝে বাড়ছে অস্থিরতা।
মানবতা আসুক ফিরে সবার দিলে দিলে।
অসভ্যতা যাক সে নিপাত মরুক তিলেতিলে।
                      
ঢাকা
২০১৭