বাঁচার আশায়
মঈন তাজ


ভোগ বিলাসে মত্ত থাকি
হয় নাতো ভাই হুস আগে,
ডায়াবেটিসে ধরলে তখন
হাঁটার বড় সাধ জাগে।


সময় থাকতে কেউ খুঁজি না
আপন দেহ মনের দোষ,
মরণকালে বাঁচার আশায়
পথ পাড়ি দেই হাজার ক্রোশ।


২০/০৯/২১
যশোর