বর্ষা এলো
মঈন তাজ


ফর্সা আকাশ আঁধার হলো বর্ষা এলো নেমে,
দিবাকরের প্রখর দাহন এবার গেলো থেমে।
গ্রীষ্মকালের দাবদাহে শরীর ছিলো ঘেমে,
মজে ছিলাম আমরা তখন আম কাঁঠালের প্রেমে।


বর্ষা এলো বৃষ্টি হলো শীতল হলো ধরা,
চাষাবাদে কৃষক ভায়ের শুরু হলো ত্বরা।
কালো কালো মেঘ গুলো সব থাকে আকাশ জুড়ে,
বৃষ্টি পেয়ে বীজগুলো সব উঠে মাটি ফুঁড়ে।


বর্ষাকালে গাছগাছালি নতুন রঙে সাজে,
বৃষ্টি ভেজা ষোড়শী বউ মরে যেনো লাজে।
কুঁড়ে ঘরের চালা বেয়ে বৃষ্টি ঝরে পড়ে,
বর্ষা এলে কষ্ট বাড়ে ফুটো চালের ঘরে।


বর্ষা এলে গাছে গাছে ফুটে কদম কেয়া,
বর্ষাকালে প্রাণ ফিরে পায় মরা নদীর খেয়া।
শাপলা ফুটে পদ্ম ফুটে মৎস্য জুটে বিলে,
উদাসী মন যায় হারিয়ে মেঘলা আকাশ নীলে।


যশোর
২৯/০৭/২১