বেলা ফুরাবার আগেই
মঈন তাজ
রচনা কালঃ ২৭/০৮/২১


বেলা ফুরাবার আগেই হারিয়ে যায় জীবনের আস্বাদ,
ক্লান্ত হয়ে ক্লান্তি দূরের পথ খুঁজি।
অন্ধকার নেমে আসে,
পৃথিবীর পথে নয় জীবনের পথে।
জীবনকে আলোকিত করতে আলোর সন্ধানে ছুটি,
কোন্ অদৃশ্য হাত এসে চেপে ধরে টুঁটি।
সজোরে ছাড়িয়ে নিয়ে সবেগে ছুটে চলি,
আমি ক্লান্ত হয়ে যায়
তবু ফুরায় না এ পথ।


পথের ধারে দাঁড়িয়ে দেখি কত বিচিত্র জীবন,
কত লীলাময় পৃথিবী,
কত রহস্যময় মানুষ
মানুষে মানুষে কত ভেদাভেদ?


আমি তাকিয়ে দেখি  মানুষের চোখে
আমি তাকিয়ে থাকি আকাশের পানে
আমি তাকিয়ে দেখি সমুদ্র ও পৃথিবীর দিকে
সবুজ বন বনানী ও মাঠের দিকে
এ রহস্যের কোনো ভেদ খুঁজে পায়না


ক্লান্ত হয়ে বসে থাকি পৃথিবীর পথে
শ্রান্তি বিনাশে শান্তি খুঁজি
তবু ক্লান্তি আর ভ্রান্তি এসে হানা দেয়
বেলা ফুরাবার আগেই হারিয়ে যায় জীবনের স্বাদ।


যশোর
২৭/০৮/২১