বিধির লিলা
মঈন তাজ


বিধির লিলা অনেক খেলা
বুঝা বড়ই ভার
কেমনে বুঝি দুনিয়া নিয়ে
কতই লিলা তাঁর।


কেউবা থাকে অনেক সুখে
কেউবা থাকে দুখে
কারও আছে মেলা খাবার
কেউবা থাকে ভুখে।


কেউবা থাকে দালান ঘরে
অনেক টাকা আয়
আবার দেখি পায়না কেহ
মাথা গোঁজার ঠাঁই।


কারও আছে অঢেল টাকা
অনেক বাড়ি গাড়ি
কারও দেখি ছিদ্র চালা
ফাঁকা ভাতের হাঁড়ি।


কেমনে বুঝি বিধির লিলা
গোপন সমাচার
রহস্য যে অনেক বেশি
কেমনে বুঝি আর।


যশোর
২৯/০১/২০