বিজয়ের আনন্দ
মঈন তাজ


বিজয় পেয়ে ভুলে গেছি দুঃখ গাঁথা যত,
বিজয় পেয়ে চলে গেছে দেহ মনের ক্ষত।
সুখের ছোঁয়ায় কষ্ট গুলো হয়ে গেছে বাসি,
কষ্ট কথা মনে হলে এখন আমি হাসি।


স্বাধীনতা যে পেয়েছে সেইতো শুধু জানে,
লড়াই করে ছিনিয়ে নেয়া স্বাধীনতার মানে।
অমল সুখের পরশ মিলে বিজয় আলিঙ্গনে,
উল্লাসের ঐ অমর দোলা লাগে দেহ মনে।


বিজয় সুখের সুবাস ছড়ায় ফুল ফাগুনের বনে,
সকল বাধা ছিন্ন করার সাহস যোগায় মনে।
বিজয় আনে উচ্চ আশা দেখায় পথের দিশা,
জয়ের কাছে হার মেনে যায় সকল অমানিশা।


সকল বাধা ভাংতে পারে বিজয়ী বীর যাঁরা,
জয়ের নেশায় উচ্ছ্বসিত নয়তো ভীতু তাঁরা।
অসাধ্যকে সাধন করে বীর সাহসী যত,
কোনো বাঁধার কাছে তাঁরা হয়না কভু নত।


বিজয় হলো আঁধার পথের দীপ্ত আলোক বাতি,
বিজয় পেয়ে আমরা সবাই আনন্দে তাই মাতি,
বিজয় খুশি কোমল হাসি মন করে উতলা,
জয়ী হবার আনন্দ তাই যায়না মুখে বলা।


যশোর
১৯/১২/২০