বিশ্ব জানে নিঃস্ব আমি
মঈন তাজ


বিশ্ব জানে নিঃস্ব আমি নাইরে কিছুই নাই,
শিশির ভেজা বকুল ফুলের মাল্য দেবো তাই।
ফুলের মোহে হারিয়ে যাবো সুবাস ভরা বায়,
রক্ত জবার লাল দিয়ে তোর আলতা দেবো পায়।


ঐ যে সখি টকটকে লাল বোতল ব্রাশের ফুল,
ভাবছি আমি ঐ ফুলে তোর বানিয়ে দেবো দুল।
কোন্ ফুলে তোর কোমর বিছা বানায় সখি বল্,
শিউলি তলায় বসে বসে দু'জন ভাবি চল্।


আয় না সখি কোমল পায়ে মাড়ায় প্রেমের পথ,
সাদা নাকি হলদে ফুলে বানায় নাকের নথ।
মানটিপে তোর কি ফুল দেবো বল্ না সখি বল্,
রাঙা ঠোঁটের হাসি দিয়ে করিস না তুই ছল্।


শিউলি কদম হাসনাহেনা বেলী নাকি জুঁই,
ভাবছি বসে কোন্ ফুলে তোর অঙ্গ ভরে থুই।
কোন্ মধুময় ফুলের সুবাস মাখিয়ে দেবো গায়,
সে সব কথা ভেবে ভেবে থাকি বিনিদ্রায়।


ভালোবাসার পরশ আছে হৃদয় খাজানায়,
ঝুমুরঝুমুর সোনার নূপুর নাইবা দিলাম পায়।
নাইবা দিলাম মানিক রতন হীরায় মোড়া হার,
তাই বলে কি থাকবে না বল্ আমার অধিকার?


যশোর
০৪/১০/২১