বল্ কী হলো বল্
মঈন তাজ


যে চোখে তোর স্বপ্ন ছিলো
সে চোখে তোর জল,
কাজল কালো হরিণ চোখে
নাই সে কোলাহল,
বল্ কী হলো বল্?


যে ঠোঁটে তোর হাসির আভা
থাকতো নিশিদিন,
সে ঠোঁটে আজ মধুর হাসি
ক্যান হলো অচীন,
বল্ না কিসের ঋণ?


যে মুখে তুই সুখের কথা
বলতি প্রতিক্ষণ,
সে মুখে নাই কোনো কথা
নিকষকালো বন,
উদাস কেনো মন?


আদর সোহাগ ভরা ছিলো
ঐ যে দুটি হাত,
আদর নিয়ে এখন সে আর
করে না উৎপাত?
কোন্ সে অভিঘাত।


যশোর
১৫/০৯/২১