বন্ধু বেজার
মঈন তাজ


সঠিক কথা বলতে গেলে বলবে লোকে বাজে,
উচিত কথা বলতে মানা এই জগতের মাঝে।
সত্য সঠিক বলতে গেলে বন্ধু বেজার হবে
তাই বলে কি মিথ্যা দিয়ে সত্য ঢাকা যাবে?


গরম তেলে বেগুন দিলে যেমন জ্বলে উঠে,
মন্দ স্বভাব লোকের মাঝে তেমনি জ্বালা বটে।
বড়াই করা লোকের স্বভাব ভেতর থাকে ফাঁকা,
নিজের ঢাক-ই নিজে পেটাই চলে আঁকাবাঁকা।


উচিত কথা মুখের উপর দাওগো যদি বলে,
তেল বেগুনের চেয়েও তারা উঠবে দ্বিগুণ জ্বলে।
ছনছনিয়ে গনগনিয়ে ভনভনিয়ে উঠে,
অগ্নিশিখার মত তখন রুপ চেহারা ফুুটে।


স্বার্থ নিয়ে চলাফেরা এখন সবার মাঝে,
মানুষ ডুবে লোভ লালসাই সকল রকম কাজে।
মনের কথা মনেই থাকে যায়না কোথাও বলা,
অজানা কোন্ প্রেতে যেনো ধরছে চেপে গলা।


যশোর
০৩/০৯/২২