দাও বিবেকের শান্
মঈন তাজ


মানুষ নামের মানুষ শুধু
মনুষ্যত্ব নাই,
কী ভয়ানক আমরা এখন
বিবেক বেচে খাই।


ঘৃণ্য অধম নোংরা কাজে
হয়না দ্বিধা বোধ,
চতুষ্পদী পশুর চেয়েও
হয়েছি নির্বোধ।


খুব সহজেই যাচ্ছি করে
বেফাঁস যত কাজ,
খোলস পরা মানুষ যেনো
মাকাল ফলের সাজ।


পঙ্কিলতায় ভরা যত
আজকে মানব দিল্,
তাইতো ঘৃণায় দূরে থাকে
শয়তান আজাজিল।


বন্ধ বিবেক রুদ্ধ আবেগ
বন্ধ মনের দ্বার,
তাই বুঝি আজ মনুষ্যত্ব
হয়েছে ছারখার।


বিবেক বেচে হচ্ছি সবাই
ষড় রিপুর দাস,
এমন হলে মানব জাতির
হবে সর্বনাশ!


জংধরা দ্বার খুলে এবার
দাও বিবেকের শান্,
মনুষ্যত্বের সুরে গাহি
মানবতার গান।


যশোর
২৮/০৯/২০