দেশটারে ভালোবাসি
মঈন তাজ


এসো সবে মিলেমিশে দেশটাকে গড়ি
ভেদাভেদ ভুলে গিয়ে হাতেহাত ধরি।
স্বার্থেরও বাঁধ ভেঙ্গে দেশ সেবা করি
ভালোবাসা দিয়ে সবে মমতায় ভরি।


সবুজে শ্যামলে ভরা প্রিয় এই দেশ
গাছপালা ফুলফল লাগে বড় বেশ।
সোনালী ধানের হাসি ফসলের মাঠে
চাষি ভাই গান গায় পাকা ধান কাটে।


মিলেমিশে থাকি সবে সুশোভিত গ্রাম
প্রাণে প্রাণ বাঁধা রাখি খুশি অবিরাম।
এমন সোনার দেশ পাবে কোথা তুমি
সোনা ফলা এই দেশ নয় মরুভূমি।


মা মাটির গান গেয়ে এক সাথে চলি
বিভেদের গান নয় এক কথা বলি।
এক সাথে থাকি সবে নেই জাতিভেদ
উৎসবে মাতি সবে রাখি নাতো খেদ।


দেশটারে ভালোবেসে যদি করো সেবা
তাঁর মত দেশ প্রেমী আছে আর কেবা?
দেয় যে বিলিয়ে জান্ দেশ সেবা করে
ইতিহাসে থাকে নাম সোনার অক্ষরে।


যশোর
২৬/১১/১৯