দোলাচল
মঈন তাজ


সদাভয় সংশয় আছে দোলাচল,
সাহসটা নিতান্তই হয়ে যায় ক্ষীণ।
আগে পিছে ভেবে ভেবে ভাঙে মনোবল,
সময়তো থেমে নেই বয়ে যায় দিন।
সাহসীরা জয়ী হয় এটাই সঠিক,
মাঝামাঝি থাকে যারা নেই তার জয়।
সততার সাথে কাজ খুব ভালো দিক,
সাবধানী মানুষের নেই কভু ক্ষয়।


সংশয় দোলাচল সব কিছু ফেলে,
সঠিক পথের দিশা খুঁজে নিতে হবে।
জেনে বুঝে পথ চলি মনো দীপ জ্বেলে,
সচেতন হতে হবে ঠকবেনা তবে।
সংকল্প টলে যদি হবে পরাজয়,
জীবনের পথ হবে শুধু অভিনয়।


যশোর
১৫/১১/২১