এলো শীতকাল
মঈন তাজ


মাথা ভরা খুস্কি খসখসে গাল,
পাতা ঝরা সমীরণ এলো শীতকাল।
ভোরবেলা উঠে দেখি কুয়াশায় জাল,
হেমন্ত চলে গেলো এলো শীতকাল।
ঠান্ডায় গরীবের কী করুণ হাল?
কাঁপিতে কাঁপিতে দেখো এলো শীতকাল।
হাত পা ঠোঁট ফাঁটা বেদনায় লাল,
রুক্ষতা সাথে নিয়ে এলো শীতকাল।
বাহারি নানান ফুলে সুশোভিত ডাল,
ফুল ফল শোভা নিয়ে এলো শীতকাল।
পরিযায়ী পাখি এসে ভরে নদী খাল,
ফুলে ফুলে মধু নিয়ে এলো শীতকাল।
হরেক পিঠার স্বাদে করেছে মাতাল,
খেজুরের রস নিয়ে এলো শীতকাল।
ঠান্ডায় জবুথবু হই বেসামাল,
কনকনে হাওয়া নিয়ে এলো শীতকাল।


ঢাকা
০৮/১২/২১