ফাগুন এলো
মঈন তাজ


আগুন ঝরা ফাগুন এলো কোকিল করে গান।
মৌমাছিরা আসলো ছুটে নিতে ফুলের ঘ্রাণ।
দখিন হাওয়া আসছে ভেসে ফাল্গুনী গান গেয়ে।
প্রজাপতি পাখনা মেলে ঝলমলে রোদ পেয়ে।
বসন্তের ঐ রং লেগেছে শিমুল পলাশ ডালে।
গাছে গাছে ভরে গেছে পাখির কোলাহলে।
হেমন্তের ঐ শীতল হাওয়া বিদায় নিয়ে যায়।
আগুন ঝরা ফাগুন হাওয়া বাসন্তী গান গায়।
প্রকৃতির এই নতুন সাজে মনে লাগে দোলা।
একলা বসে কোন আবেশে গাঁথি ফুলের মালা।
শাখে শাখে নতুন পাতা ফুলকুড়িদের মেলা।
ফুলে ফুলে মৌমাছিরা করছে মজার খেলা।
গুনগুনিয়ে ভ্রমর বলে ফুলের কানে কানে।
চিরদিনই পাগল আমি তোমার মধুর ঘ্রাণে।
তাইতো আমি ছুটে আসি হেসে নেচে গেয়ে।
মুগ্ধ হয়ে চেয়ে থাকি তোমার শোভা পেয়ে।
বসন্তের ঐ মাতাল হাওয়া পাগল করে মন।
প্রেমের রংয়ে ভরে উঠে মনের বৃন্দাবন।
ষোড়শী মন যায় হারিয়ে প্রেমের গহীন বনে।
কিসের ছোঁয়া লাগলো মনে ভাবে সঙ্গোপনে।


ঢাকা
১৩/০২/১৯