ইচ্ছে গুলো যাচ্ছে মরে
মঈন তাজ


ইচ্ছে গুলো পর হয়ে যায়
অভাব অনটনে
ইচ্ছে গুলো ডুকরে কাঁদে
মনের গহীন কোণে।


ইচ্ছে গুলো মন আকাশে
আর মেলেনা ডানা
মন বলেছে যখন তখন
উড়তে তাদের মানা।


ইচ্ছে মত ইচ্ছে গুলো
পায়না জীবন ফিরে
ইচ্ছে গুলো মরছে ডুবে
ব্যাথার সাগর নীরে।


অর্থ কষ্টে ইচ্ছে গুলো
যাচ্ছে সবি মরে
তাইতো কোন ইচ্ছে এখন
ঠাঁই করেনা ঘরে।


ইচ্ছে গুলো দূর আকাশে
বেড়ায় উড়ে উড়ে
আমার থেকে এখন তারা
থাকে অনেক দূরে।


যশোর
১৪/০১/১৯