জগত মায়া
মঈন তাজ


ভালো থাকার জন্য যখন কষ্ট হলো শুরু,
ভালো থাকার অর্থ কি তা বলতে পারো গুরু?
বলতে পারো কিসের আশে ছুটছি জগতময়?
কি কারণে আমরা সবাই করছি জীবন ক্ষয়?
কি কারণে হাজার কষ্ট মুখ বুজে সব সই?
হাজার অপমানে কেনো বোকার মত রই?


পরিশ্রমের সাথে যদি ভাগ্য বাঁধাই হয়,
আসলে কি বলতে পারো ভাগ্য কারে কয়?
এ জীবনে যারা ছিলো কুলি মজুর মুটে,
তারা দেখি সারা জনম খাচ্ছে খেটেখুটে।
অনটনে অর্ধাহারে জীবন হলো সারা,
বলতে পারো গুরু তুমি কি সুখ পেলো তারা?


যে লোকটা সারা জীবন ভুগছে রোগে শোকে
বলতে পারো কি বলে হায় শান্তনা দেই ওকে?
এক মুঠো ভাত খাবার আশে হাত পেতেছে যে,
তুমিও যে দুঃখী মানুষ বলবে তারে কে?
যেই কারণে সোনার জনম করছি সবাই লয়,
সুখ শান্তি ভালোবাসা তারেই বুঝি কয়।


অনুভূতি অন্ধ হয়ে ছুটছি লাভের পিছে,
খুব নিরবে ভেবে দেখি সবই তো হায় মিছে।
মিছে মানব মিছে জীবন মিছে এ সংসার,
দম ফুরালে হবে জানি সবই অন্ধকার।
সকাল হলেই ছুটাছুটির হবে অবসান,
ভেবেছো কি তুচ্ছ কত তোমার জীবন মান?


ঘটা করে এই আয়োজন ছিলো কি দরকার?
শিঙ্গা যখন উঠবে বেজে সব হবে ছারখার।
ছোট্ট মাথায় ধরেনা হায় বিধির লীলাখেলা,
বুঝাবুঝির তাল বেতালে গেলো জীবন বেলা।
অবাক হয়ে চেয়ে থাকি ঐ আসমান পানে,
জগত নিয়ে কি লীলা তাঁর তিনিই শুধু জানে?


যশোর
২২/০৮/২১