জগতের ব্যাধি
মঈন তাজ


তেলাতেলি মলামলি জগতের রীতি,
যার যত তেল বেশি বাড়ে তার প্রীতি।
জগতের সকলেই বিনিময় চাই,
বিনিময় ছাড়া দেখি কোনো কিছু নাই।


চেনা কিবা অনচেনা পাড়া প্রতিবেশী,
হাতে কিছু দিলে তবে হয় মেশামেশি।
সব কিছু ঢেলে দাও তুমি ভালো লোক,
তোমার নামের গীতি গাহিবে ভূলোক।


মিঠা মিঠা কথা যদি না থাকে তোমার,
জগতের মাঝে তুমি হবে মিশমার।
পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন,
সকলের কাছে হবে বিরাগভাজন।


সৃষ্টিকর্তা খোদাতালা চাই বিনিময়,
ইবাদত যে করিবে নাই তার ভয়।
যে করিবে বেঈমানী হবে তার সাজা,
হোকনা সে জগতের যত বড় রাজা।


সোনাদানা টাকাকড়ি জহরত নয়,
ইবাদত ছাড়া তাঁর নাই বিনিময়।
পেতে হলে দিতে হবে এটাই নিয়ম,
সাথে শুধু থাকা চাই তেলের বৈয়ম।


প্রেমিকাকে দাও যদি দামি উপহার,
তাহলে দেখিবে তার প্রেমের বাহার।
দামি দামি উপহার নাহি দাও তারে,
পরক্ষণে চলে যাবে কারো হাত ধরে।


ছেলে মেয়ে বন্ধু দোস্ত দারা পরিবার,
না পাইলে তোষামোদ সবি কদাকার।
বড় থেকে শুরু করে ছোট পাতি নেতা,
পেলে পারে তোষামোদি হেসে বলে কথা।


চাপরাশি থেকে দেখি অফিসের বস,
তোষামোদি না করিলে হবে সব লস।
জগতের হালচাল কত আর বলি,
বলি যদি সোজা কথা লোকে দেবে গালি।


চায় চায় সকলেই তোষামোদ চায়,
তেলাতেলি ছাড়া দেখি কোনো গতি নাই।
হায় হায় জগতের হবে কি উপায়,
এ করুন ব্যাধি থেকে বাঁচা বড় দায়।


যশোর
১২/০৬/২১