জানতে খুব ইচ্ছে করে
মঈন তাজ


অনিন্দিতা,
তুমি কেমন আছ?
জানতে খুব ইচ্ছে করে।
কত দিন দেখিনা তোমায়!
তোমার কথা মনে হলে
বুকের ভেতর কেমন জানি মোচর দিয়ে উঠে,
অস্থির হয়ে যায় মন,
দূর থেকে হলেও
এক পলক দেখতে মন চাই।
চোখের তারায় তোমাকে খুঁজে ফিরি বারবার।


অনিন্দিতা,
ভুলে গেছো নিশ্চয় আমার কথা!
তোমার হৃদয়ে আমার ঠাঁই হয়নি
কিন্তু,
আমার হৃদয়ের মনি কোঠায়
তুমি রয়ে গেছ অম্লান।


শুনেছি পাহাড় নাকি দিনে দিনে ক্ষয়ে যায়
অথচ আমার কষ্টের পাহাড়
দিনে দিনে বড় হয়।
বড় হয় আমার দুঃখের নদী।
সুখী হও অনিন্দিতা
সুখের সাগরে ভেসে যাও তুমি
চিরসুখময় হোক জীবন তোমার।


এই অদূর পৃথিবীতে
অচেনা অজানা আমি
বড় দূরের মানুষ
তবুও... ভুলে যাবোনা আমি
অম্লান থেকো হৃদয়ে আমার।


যশোর
৩১/০১/২০