জীবন বৃত্ত
মঈন তাজ


নিত্য দিনই বৃত্ত ভেঙে উড়াল দিতে চাই,
বৃত্ত ভাঙার মন্ত্র আমি কোথায় গেলে পাই।
কোন্ সাহসে কোন্ পথে যাই পাইনা আমি খোঁজ,
সাহস যোগার মন্ত্র আমি তাই খুঁজি রোজ রোজ।


সৎসাহসে যখন আমি হতে চাই উজ্জ্বল,
দুঃসাহসে তখন আমার হারায় মনোবল।
বৃত্তে ঢুকে নৃত্য করি বন্ধ ঘরে রই,
বৃত্তকলায় ছন্দ তুলে সুখের কথা কই।


সৎসাহসে দুঃসাহসে হয়না উজল আর,
এমনি করে যাচ্ছে কেটে জীবন পারাবার।
ছলাৎ ছলাৎ ঢেউয়ে ভাঙে জীবন নদীর কূল,
তারই ধারে ফুটাতে চাই জীবন নামের ফুল।


জীবনের এই বৃত্ত ভেঙে আনতে হলে জয়,
থাকবে দ্বিধা আসবে বাধা হবে দেহের ক্ষয়।
বাঁধন তবু ভাঙতে হবে জীবন থামার নয়,
দুঃসাহসী অগ্রপথিক নাইরে কোনো ভয়।


চাঁপাইনবাবগঞ্জ
০৬/০৫/২২