জীবনকে সাজাতে চেয়েছিলাম
মঈন তাজ


আমি জীবনকে সাজাতে চেয়েছিলাম
ফুল কুলসুমের সৌরভ দিয়ে,
বিলাসিতা না হলেও
অন্তত সচ্ছলতার আদলে
সাচ্ছন্দ্যময় উজ্জ্বল জীবন গড়তে চেয়েছি।
কতবার চেষ্টা করেছি এ জীবন থেকে বেরিয়ে যাবার
কতবার বিষন্নতাকে পায়ের তলায় চেপে ধরেছি
আর হতাশাকে লাথি মেরেছি
উদ্যমি হয়েছি বারবার।
কত কল্পনা আর স্বপ্নের বীজ বুনেছি মনের জমিনে
কিন্তু তা অঙ্কুরিত হয়নি।
কিছু বীজ অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে।
চৈত্রের রৌদ্রের খরতাপে চৌচির হয় মনের জমিন
হঠাৎ দাউদাউ আগুনে পুড়ে যায় সব
সেখানে ভস্ম ছাড়া আর কিচ্ছু দেখিনা।
অথচ ওখানে জহরত খনি দেখছিলাম
এখন জহরত পুড়া ছাইয়ে অন্ধ হয় আমার দুচোখ।
তবু মনের অজান্তে অবলীলায়
চাষ করে যায় স্বপ্নের জমিন।


যশোর
১৮/০৮/২১