কপাল
মঈন তাজ


দূরভাগ্য আর সৌভাগ্যের বিস্তৃতি কত,
কতই বা তার পরিধি,
কেউ কি তা জানে?
কতটুকু পরিশ্রমে ভাগ্য ফেরে
কতখানি অলসতায় দূরভাগ্য আসে
তার ব্যাখ্যা কে দেবে?


মিথ্যা আশ্বাসে যখন আমি ধর্ষিত হই,
রক্তাক্ত হয় আমার সমস্ত কিছু
সমস্ত পৃথিবী তখন মিথ্যা হয়ে যায়,
সবকিছু অলীক হয়ে যায়।


কে দেবে এই বিশ্বের অনিয়ম আর উদ্ধতার সংজ্ঞা?
কে দেবে এই নিপিড়ীত নিষ্পেষিত মজলুমের অধিকার?
কী আছে জবাব এই নিষ্ঠুরতার?


দূরভাগ্যের ছুরিতে যখন কর্তিত হয়
আমার ভাগ্য,
দূর্বৃত্তের দূরাচার যখন হরন করে সবকিছু,
চূর্ণবিচূর্ণ হয় আমার সমস্ত পরিশ্রম,
আমার অস্তিত্ব,
কেউ তা রোধ করেনা
কেউ একবার ফিরেও চায়না।


যতটুকু আগুনে পৃথিবী ছারখার হবে
যতখানি আগুনে সমস্ত নিশ্চিহ্ন হয়ে যাবে
তার সবটুকু আগুন বুকে নিয়ে
আমি ঝিমিয়ে পড়ি
আমি ঘুমিয়ে পড়ি
আমি বিলিন হয়ে যায়,
নিশ্চিহ্ন হয়ে যায় আমার সবকিছু।


জয়ন্তীকা এক্সপ্রেস
১৮/১১/২২