কমছে আয়ুষ্কাল
মঈন তাজ


সময় হরন আসছে মরণ
বাড়ছে মায়াজাল
সুখে দুখে যাচ্ছে সময়
কমছে আয়ুষ্কাল।


বয়স ভারে দাঁত যে নড়ে
পাকছে মাথার চুল
স্মরণ শক্তি যাচ্ছে কমে
হচ্ছে অনেক ভুল।


নয়ন জ্যোতি কমছে অতি
কমছে মাজার বল
আগের মত দীপ্ত পায়ে
হয়না চলাচল।


চামড়া গুলো হচ্ছে জড়ো
কানে শুনি কম
আগের মত পায়না এখন
ভারি কাজে দম।


প্রতিদিনই অগোচরে
ডাকছে কবর ঘর
এমনি করে দুনিয়াদারী
সবই হবে পর।


যশোর
২৫/০১/২০