কঠিন বস্তবতা
মঈন তাজ


এখানে আবেগের কোন মূল্য নেই,
আছে কঠিন বাস্তবতা।
আবেগ আপ্লুত হয়ে কোনো লাভ নেই,
চিরন্তন এই কথা।
অনুভুতি পায়ে দোলে চলা,
শত কষ্টে হাসি মুখে কথা বলা।
পাওয়া না পাওয়ার হিসাব মেলা,
অতৃপ্তির ক্লান্ত বেলা।
তবু জীবনের শূন্যতা,
পেতে চাই পূর্ণতা চলে অবিরাম।
এই ভব বাজারে বেচে যাও নিজেরে,
আবেগের নেই কোন দাম।
                                  
ঢাকা
১৪/০২/১৭