কুমকুম গন্ধ
মঈন তাজ


ঘুমঘুম চোখ নিয়ে কুমকুম গন্ধে,
মৃদু পায়ে এসেছিলে কবিতার ছন্দে।
মানবী না অপ্সরী পড়ে গেছি দন্দ্বে,
আধো ঘুমে কেটে গেলো মধুময় ধন্দে।


মোহমায়া ঘিরে ধরে অপরূপ বন্দে,
সুখময় স্বপনের লেশ নাই মন্দে।
চলে গেলো কদাকার আলো পেলো অন্ধে,
কে গো তুমি ছুঁয়ে দিলে হৃদয়ের রন্ধ্রে!


প্রেমময় এই ছোঁয়া হয় যদি ঋদ্ধ,
হৃদয়ের অভিলাষ হতে পারে সিদ্ধ।
কভু এই প্রেম দ্বার হয় যদি রুদ্ধ,
খুলে দিতে সেই দ্বার করে যাবো যুদ্ধ।


ঢাকা
০১/১২/২১