মাঘের শীত
মঈন তাজ


কনকনে শীতে মাঘের প্রভাতে
লেপ ছেড়ে উঠা ভার,
যে দিকে তাকাই কুয়াশায় ঘেরা
কিছুই দেখিনা আর।


ধোঁয়া ধোঁয়া উড়ে মনে হয় যেনো
আগুন লেগেছে বনে,
পুকুরের জলে ধোঁয়া দেখি তবু
পানি খুব কনকনে।


ছেঁড়া জামা গায়ে পথ শিশু কত
ওম ধরে নাকো গায়ে,
ঠকঠক করে কাঁপন তুলেছে
মাঘের শীতল বায়ে।


খড়কুটো দিয়ে আগুন জ্বালায়
একটু ওমের তরে,
চারি পাশে সব ছেলে বুড়ো মিলে
ওম নেয় মজা করে।


শীতের চাদরে পরম আদরে
কুয়াশায় ঢাকে রবি,
সারাদিন ভর উষ্ণ আবেশে
আঁকে না রোদের ছবি।


যশোর
০৪/০২/২১