পরম বিত্ত
মঈন তাজ


জগত জুড়ে মানুষ ভরা মানুষ তবু নাই,
মানুষ খুঁজি মানুষ খুঁজি মানুষ কোথা পাই?
মানুষ হয়ে জন্ম আমার মানুষ হতে চাই,
সত্যিকারের মানুষ হবার মন্ত্র কোথা পাই।


মিথ্যাচারে পাপের ভারে দেখি অন্ধকার,
সত্যনিষ্ঠ সত্য মানুষ পাওয়া বড়ই ভার।
মানুষ  হয়ে  জন্ম  নেয়া  সত্যি  অহংকার,
কিন্তু মানুষ কেনো আমি হচ্ছি  কদাকার?


জগত মোহে সবাই গাহে স্বার্থ লোভের গান,
কেউ ভাবেনা কোথায় আমি কী এর প্রতিদান?
বিত্ত ভারে নৃত্য করে উদাস উদাস চোখ,
আপন বিত্তে চেতন চিত্তে তাকাই অপলক।


জগত বিত্তে হারায় ভৃত্যে নৃত্য করি রোজ,
কোথায় গেলো পরম বিত্ত রাখিনা তার খোঁজ।
কী যে সুখে উজল মুখে ফেলি সুখের দম?
বুঝিনি হায় বিত্ত বড়াই মূল্য অধিক কম।


যে পথে হায় জনম গেলো জীবন হলো ক্ষয়,
এখন দেখি সকল বৃথা কিছুই আমার নয়।
তাইতো এখন নিত্য দিনই পরম বিত্ত চাই,
ভাবি নিত্য পরম বিত্ত কোথায় গেলে পাই।


যশোর
০৯/০৫/২২