পারলে করো উপকার
মঈন তাজ


চালাক লোকের গলায় দড়ি
বিজ্ঞ জনে বলে ভাই
ছল-চাতুরী নয়তো ভালো
সৎ উপদেশ দিলাম তাই।


ছল-চাতুরী করে যে জন
সে জন বড় দুষ্টু লোক
তাদের থেকে সাবধানে রও
খোলা রেখো দুটি চোখ।


দুষ্টু লোকের কষ্ট বাড়ে
দেখতে নারে পরের সুখ
পরের সুখে আগুন দিতে
বাড়ে তখন আপন দুখ।


কষ্ট বাড়ে দুঃখ বাড়ে
শান্তি কভু পায়না সে
পরহিংসায় কাতর হয়ে
কটু চালে ঘুরে যে।


ক্ষতি করে লাভ কি বলো
পারলে করো উপকার
সবাই তোমায় বাসবে ভালো
কেউ হবেনা তোমার পর।


যশোর
১৩/১২/১৯