হৃদয় পোড়া ছাই
মঈন তাজ


হৃদয় পোড়া ছাই দেখেছো,হৃদয় পোড়া ছাই।
দেখতে হলে একটুখানি কাছে এসো তাই।
দগ্ধ মনের তপ্ত আগুন দেখতে যদি চাও,
এই হৃদয়ের কাছে এসে একটু বসে যাও।
একটুখানি ছুঁয়ে দেখো দুঃখ কারে কয়,
বুঝবে সখি হৃদয় পুড়ে কেমনে হলো ক্ষয়।


হৃদয় পোড়া ছাইয়ে সখি কী আর পাবে তাতে,
তাইতো গেছো অনেক দূরে হাত রাখোনি হাতে।
আলতা পড়া কোমল পায়ে মাড়িয়ে গেলে মন,
হয়তো এখন সব ভুলেছো পেয়ে আপন জন।
যত্নে তোমায় আগলে রাখে প্রিয় হাতের ছোঁয়া,
আর এসো না দেখতে সখি হৃদয় পোড়া ধোঁয়া।


অনেক সুখে হৃদয় আমার পুড়বে চিরকাল,
হৃদয় পোড়া কয়লা দিয়ে,দিও আখার জ্বাল।
হয়তো তুমি দেখতে পাবে খাঁটি ভালোবাসা,
কেমন করে লয় হয়েছে নিরব বুকের আশা।
পোড়া ছাইয়ের গন্ধে প্রিয় ঢাকবে নাকি মুখ?
তোমার প্রেমে মন পুড়েছে এইতো আমার সুখ।


তোমার প্রেমের কাঁটা লতা জড়িয়ে আছি গায়,
বিরহী মন সেই কাঁটাতেই কোমল পরশ পায়।
তোমার সুখেই সুখী আমি  সুখ খুঁজি না আর,
পুড়ে পুড়ে জীবন যতই হোকনা অন্ধকার।
জনম জনম থেকো সখি সুখের পরশ নিয়ে,
বুকে যদি দুঃখ জমে আমায় যেও দিয়ে।


যশোর
২১/০৮/২১