স্বাধীনতার বীজ
মঈন তাজ


শোষণ শাসন রক্ত চোষণ কত অবিচার
অবিভক্ত ভারত জুড়ে চলত অনাচার।
তাদের হাতে জিম্মি ছিলো সকল জনগণ
নীল চাষে আর খাজনা নিয়ে কত প্রহসন।


চাষীর উপর করত তারা চরম অত্যাচার
সবার সাথে করত তারা রুঢ় ব্যবহার।
লুটেপুটে নিয়ে যেত দেশীয় সম্পদ
সকল শাসন তাদের হাতে করবে কে আর রদ?


অনেক ত্যাগে বৃটিশ শাসন হলো কুপোকাত
ভাবলো সবাই এবার বুঝি আসলো সুপ্রভাত।
ভারতবর্ষ ভেঙে হলো স্বাধীন দুটি দেশ
আপন দেশে মিলেমিশে থাকবো এবার বেশ।


বঙ্গভূমি ছিলো তখন পূর্ব পাকিস্তান
পশ্চিমারা বাঙালিদের দিতনা সম্মান।
বাড়তে থাকে শাসন ত্রাসন বাড়তে থাকে ভেদ
বীর বাঙালির বুকের মাঝে জমতে থাকে খেদ।


দুর্শাসনের বাঁধার শিকল করতে হবে ছেদ
দূরীভূত করতে হবে জাত ও    জাতিভেদ।
বপন হলো বাংলা ভূমে স্বাধীনতার বীজ
ধীরে ধীরে পাপড়ি মেলে ফুটলো সরসিজ।


মুক্ত স্বাধীন হতেই হবে রক্ত যতই যাক
বঙ্গবন্ধু দিলেন তখন স্বাধীনতার ডাক।
বৃটিশ পাকি শোষণ থেকে মুক্ত হলো দেশ
বঙ্গবন্ধু এনে দিলেন সোনার বাংলাদেশ।


যশোর
২৬/০১/২০