সম্ভব ব্যাপার
মঈন তাজ


বাজার যখন ঊর্ধ্বগতি করবো তখন কী?
লবণ ছাড়া আমরা খাবো পান্তা ভাতে ঘি!
বিশ্বে যখন মন্দা চলে আমরা তখন বসে,
কেমন করে চলবে জীবন হিসাব করি কষে।


ফলের বাজার বেজায় চড়া যায়না কেনা মোটে,
অনেক ভেবে চিন্তে দেখি বুদ্ধি মাথায় জোটে।
সস্তা যখন থাকবে বাজার কেনবো ডালি ডালি,
অসময়ে পেট ভরাবো মারবো হাতে তালি।


তাইতো  এখন বুদ্ধি করে ভাবছি বারংবার,
কাঁঠাল দিয়ে আমসত্ত্ব করাটাই  দরকার?
বাংলা মায়ের ছেলে আমি বুদ্ধি মাথায় ভরা,
ডাঙায় চলায় নৌকা জাহাজ জলে গাড়ি ঘোড়া।


বালির বদল মাটি আছে রডের বদল বাঁশ,
সব কিছুতে ভেজাল করি আমরা বারমাস।
এসব নিয়ে অজ্ঞ লোকে করুক কানাকানি,
কিসের বদল কী খেতে হয় আমরা তাহা জানি।


যেই কাজকে তোমারা বলো বেজায় অসম্ভব!
আমরা তখন নতুন পথের করি অনুভব।
নতুন নতুন আবিষ্কারে আমরা সবার সেরা,
মুখ বাকিয়ে পালায় তখন পঁচা নিন্দুকেরা।


যশোর
০৩/০৯/২২