শান্তির লেশ নাই
মঈন তাজ


কবিতায় মন নাই মনে মহা দ্বন্দ,
ভুলে গেছি যত সব কবিতার ছন্দ।
অস্থির পৃথিবী কোভিড এর কারণে,
নিজেকে বন্দী রাখি নিষেধের বারণে।


মহামারী আপডেট শুনি রোজ খবরে,
বেহিসাবে কত লাশ চলে যায় কবরে।
বেড়ে গেছে রোগ শোক সীমাহীন মাত্রায়,
প্রতিদিন-ই যোগ হয় মৃত্যুর যাত্রায়।


শান্তির লেশ নাই নশ্বর দুনিয়ায়,
অশান্তি নোনাজলে কতলোক কাতরায়।
সব আশা ভালোবাসা হয়ে যায় পন্ড
ভেঙে যায় মনোবল ভাঙে মেরুদণ্ড।


অস্থির পৃথিবী অতিমারী অভিঘাত,
তারপরও দেখি রোজ যুদ্ধের সংঘাত।
প্রতিদিন ভেসে আসে মৃত্যুর সংবাদ,
আশাহত হয় মন দেহে নামে অবস্বাদ।


যশোর
২০/০৭/২১