সরল মানুষ
মঈন তাজ


সহজ সরল মানুষ গুলো
সোজা পথে চলে।
এরাই বেশি ফাঁদে পড়ে
কুটিল লোকের চালে।


চায়না এরা কারো ক্ষতি
চায় যে সবার ভালো।
সবার মনে জ্বালাতে চায়
সঠিক পথের আলো।


নেই তো মনে কুটিলতা
চায়না কারো ক্ষতি।
সুখে দুখে পাশে থাকে
আপন কিবা জ্ঞাতি।


মানব প্রেমের প্রতীক এরা
আমরা বলি বোকা।
আঁকাবাকা মানুষ গুলো
দেয় যে তাদের ধোঁকা।


মিথ্যা কেসে সহজ ফাঁদে
এরাই বেশি পড়ে।
সহজ সরল মানুষ বলে
ঠকায় বারেবারে।


তবুও তারা মানব প্রেমে
হৃদয় উজাড় করে।
এক আল্লাহর প্রতি তাঁরা
সদাই ভরসা করে।


যশোর
০২/১০/১৯