সত্য মিথ্যা
মঈন তাজ


সত্য সেতো অনেক তেতো
মিথ্যে লাগে মজা।
সত্য বলে খাচ্ছি এখন
মিথ্যে তাজা তাজা।


সত্যবাদী সত্যি বলে
পাচ্ছে কত সাজা।
সুকৌশলে মিথ্যা বলে
সেইতো আসল রাজা।


দুনিয়া লোভী সত্য ত্যাগী
ভুলছে আখিরাত।
বুঝেনা সে মরার পরে
হবেই কুপোকাত।


সরল লোকটা সত্য বলে
খাচ্ছে যখন ধরা।
কু-কৌশলী মিথ্যা বলে
পাচ্ছে তখন ছাড়া।


মিথ্যাবাদী চিরদিন-ই
থাকবে চরম ঘৃণ্য।
সত্যবাদী পরকালে
হবে অনেক ধন্য।


মিথ্যাবাদীর মনে সদাই
ভয় ভীতি আর দ্বন্দ।
সত্যবাদীর মনে থাকে
সহজ সরল ছন্দ।


চিরকাল- ই সত্য থাকে
উচ্চ শিরে খাঁড়া।
মিথ্যা সেতো বিলিন হবে
হবেই দিশেহারা।


যশোর
২৪/০৯/১৯