শোকের ব্যথা বুকে
মঈন তাজ


আগস্টের এই শোকের মাসে
বাতাস বহে দীর্ঘ শ্বাসে
শোকের ব্যথা বুকে,
বিষম ব্যথায় বুকটা পুড়ে
হৃদয়টা মোর খাচ্ছে কুরে
হারায় কথা মুখে।


কালো ছায়া নেমে আসে
ব্যথার জলে নয়ন ভাসে
ঝাপসা দেখি চোখে,
বর্বরতার আঘাত লেগে
আকাশ ঢাকে কালো মেঘে
বাদল নামে শোকে।


নৃশংস এই নির্মমতা
এমন করুণ নিষ্ঠুরতা
কে দেখেছে আগে!
ইতিহাসের ঘৃণ্য পাতা
বাড়ায় বুকে তীব্র ব্যথা
ভাবতে আবাক লাগে!!


পায়না খুঁজে কূলকিনারা
ঘৃণ্য কাজে লিপ্ত যারা
সীমার ছিলো কি-না?
এমন কি কেউ করতে পারে
পিতার বুকে গুলি মারে
কেমন হৃদয় হীনা!!


অকৃতজ্ঞ  কুজাত তারা
বঙ্গবন্ধুর খুনি যারা
জড়িত এর সনে,
এমন শোকে যে কাঁদে না
সে বাঙালী মানুষ কি-না
সন্দেহ হয় মনে।


মীর জাফরের দোসর আছে
ঘৃণ্য অপরাধীর কাছে
সভ্যতা যায় হেরে,
স্বাধীনতা চায়নি যারা
কুলাঙ্গার আর জারজ তারা
যাক-না এ দেশ ছেড়ে।


যশোর
১৫/০৮/২০