শীতের পরশ
মঈন তাজ


দূর নীলিমা ঢাকেনা আর
গোমড়া কালো মেঘে,
কালবৈশাখী ঘূর্ণি বায়ু
আসেনা আর বেগে।


হিমেল বায়ু আসছে নেমে
শীতের পরশ নিয়ে,
আমরা এখন গা ঢাকি তাই
গরম কাপড় দিয়ে।


গাছি ভাইয়া খেজুর গাছে
বাঁধে রসের হাঁড়ি,
বউঝিরা সব বানায় পিঠা
গন্ধে ভরে বাড়ি।


সন্ধ্যা হলেই মাঠে ঘাটে
ঘোর কূয়াশায় ঢাকে,
এপার ওপার যায়না দেখা
শান্ত নদীর বাঁকে।


সকাল হলেই সবাই খুঁজে
মিষ্টি রোদের হাসি,
ঘাসের উপর শিশির যেনো
মুক্তা রাশিরাশি।


ঢাকা
৩০/১১/২১