শহীদ বুদ্ধিজীবী দিবস
মঈন তাজ


শোকাতুর এই আজকের দিনে
স্মরণ করি তাঁদের
স্বাধীনতার বিজয় লগ্নে
ফিরে পাইনি যাদের।


ওরা জাতির শ্রেষ্ঠ সন্তান
ওরা বাংলার গর্ব
ওদের কে তাই হত্যা করে
করবে জ্ঞানের খর্ব।


নীল নকশাতে পাক হানাদার
আনে তাঁদের ধরে
নির্মম ভাবে হত্যা করে
চৌদ্দই ডিসেম্বরে।


নির্মমতায় নির্দয়তায়
কাঁদে পথের ধুলো
সাক্ষী হয়ে কাঁদে আজো
বদ্ধ ভুমি গুলো


এ দেশীয় দোসর মিলে
ঘৃণ্য নকশা করে
এদেশ হবে মেধা শূন্য
বিশ্বের দরবারে।


হত্যা করতে হবে তাইতো
বুদ্ধিজীবী যত
মেধা শূন্য হবে এদেশ
হবে তারা নত।


পঙ্গু হবে একটি জাতি
হবে না বিখ্যাত।
খুব গোপনে আঁকে তারা
হত্যাযজ্ঞ ব্রত।


স্তম্ভিত বিশ্ব বিবেক
তাদের বর্বরতায়
দুচোখ বেয়ে অশ্রু গড়ে
তাদের নির্মমতায়।


শ্রদ্ধা ভরে স্মরণ করি
বুদ্ধিজীবী যত
ইতিহাসের পাতায় তোমরা
চিরদিন অক্ষত।


হার মানেনি বীর বাঙালি
হয়নি কভু নত
দৃঢ়চেতা স্বাধীন জাতি
চিরদিন উন্নত।


উন্নয়নের মডেল এ দেশ
বিশ্ববাসীর কাছে
স্বাধীনচেতা বীর বাঙালি
থাকবে কেনো পাছে?


যশোর
১৪/১২/১৯