শোভাময় বীথি
মঈন তাজ


মাধবী মালতী ফুল শোভাময় বীথি,
মধুকর মধু নিতে গায় প্রেম গীতি।
মধুমিতা চেয়ে দেখো ফুলবন পানে,
অলীগুলো ছুটে আসে কি দারুণ টানে।


মউ বন ভরে উঠে মহোময় গানে,
প্রীতিময় প্রেমগীতি জেগে উঠে প্রাণে।
প্রভাকর দিয়ে যায় ঝলমলে  আলো,
মনোরম পরিবেশ লাগে বড় ভালো।


দেখো দেখো প্রজাপতি বলে কার কথা,
প্রাণ যেনো ফিরে পায় নব সজীবতা।
ডালে বসে পাখি গায় কি মধুর সুর,
গলা ছেড়ে গাও গান হবে সুমধুর।


আনমনে গাও তুমি প্রীতিময় গান,
এই প্রেম ভালোবাসা বিধাতার দান।
কত সাজ দেখি আজ কত ফুল পাখি,
বিধাতার লিলা সব মেলে দেখো আঁখি।


কত সুর সুমধুর বেদনায় ভরা,
মায়াময় পৃথিবীতে আছে কত জরা।
লিলাময় দুনিয়ায় বিধাতার খেলা,
এই দেখে একদিন শেষ হবে বেলা।


ঢাকা
১০/১২/২১