স্বাধীনতা সম্মান
মঈন তাজ


স্বাধীনতা তুমি লালিত স্বপ্ন মুক্তি জয়ের গান,
হার না মানা উদ্যত শির বাঙালি জাতির প্রাণ।
যুগ-যুগান্তর বাঙালির বুকে চেতনায় অম্লান,
রক্ত দিয়ে এনেছি আমরা স্বাধীনতা সম্মান।


স্বাধীনতা তুমি জয় বাংলার শাণিত উচ্চারণ,
শত্রু সেনার বুকের কাঁপন যুদ্ধ মরণপণ।
বাঙালি জাতির মুক্তির সাধ বাঁচার নতুন আশা
প্রেমময় তুমি বাংলা মায়ের অমৃত ভালোবাসা।


স্বাধীনতা তুমি বাংলার বুকে শোষণের অবসান,
এই বিশ্বাস  বুকে নিয়ে বাঁচে বাংলার সন্তান।
কষ্ট শেষে হাভাতের মুখে দু'বেলা দুমুঠো ভাত,
বঞ্চিত বুকে কিঞ্চিত আশা সহযোগিতার হাত।


স্বাধীনতা তুমি বাঙালির বুকে শান্তির সুবাতাস,
শত ব্যর্থতা পিছনে ফেলে বিজয়ের উল্লাস।
অকুতোভয় মুক্তি সেনা বিজয় সেনার মুখ,
তুমি আমার গর্বে ভরা বাঙালি জাতির বুক।


ঢাকা
১৪/১২/২২