তোমার শহরে আমি
মঈন তাজ


অনিন্দিতা
শুনেছি তোমার শহরে অনেক সুখ আছে
রঙ্গিন জীবন মানুষের
আনন্দ আর হাসি গানে ভরা।
তাই তোমার শহরে এসেছি আমি
কষ্ট ভুলার জন্য।


অনিন্দিতা,
সত্যি সুখের শহর তোমার
কিন্তু কত কষ্টের বিনিদ্র রজনী কাটে মানুষের
তোমাদের রঙ্গিন চশমা আর
গাড়ির কালো গ্লাসে তা দেখা বড় দুষ্কর।


কষ্ট ভুলতে আসা এই শহরে
আমি এখন স্বপ্ন পুড়ায় কষ্ট কুড়ায়
আর মিশে যায় মানুষের কষ্টের জীবনে
তাই ভুলে যায় নিজের দুঃখ।
কত বিচিত্র মানুষ এই শহরে!
কারও সুশ্রী কারও বিশ্রী
কারও বা উৎকট অসহ্য কষ্টের বসবাস।
তবুও মানুষ বাঁচার লড়াইয়ে
অবিরত অবিচল
উৎসুক চোখে খোঁজে জীবনের  আশ।


যশোর
০২/০১/২০