ত্রিশ বসন্ত পেরিয়ে গেছে
মঈন তাজ
রচনা কালঃ ২৩/০৮/২১


আকাশ ছোঁয়া যে উচ্ছ্বাস আর উদ্যম নিয়ে জীবন শুরু হয়েছিল,
তা আজ ধূলায় মিলিয়ে যাচ্ছে
খসে পড়ছে উল্কাপিণ্ডের মত।
তুমি নিশ্চয় জেনে গেছো অনিন্দিতা,
ত্রিশ বসন্ত পেরিয়ে গেছে আমার।
সরকারি চাকরির বাজারে আমি বাজেয়াপ্ত।
এমন কি বেসরকারি চাকরিতেও?
কারণ তারা অভিজ্ঞতা চায় কিন্তু তা আমার নাই।
বেকারত্বের অভিশপ্ত বোঝা এখন আমার মাথায়
প্রতিনিয়ত ভারি হচ্ছে সেই বোঝা
ধীরে ধীরে নুয়ে পড়ছি আমি
মিশে যাচ্ছি মাটির সাথে।


পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন
সবাই চেয়ে থাকে মুখ পানে
একটি সুসংবাদ শোনার আশায়।
কিন্তু কোনো সুখবর দিতে পারিনা আমি
ব্যাগ ভর্তি দুঃসংবাদ নিয়ে ফিরি প্রতিদিন।
তখন আমার শিক্ষার বাতি ফিউজ হয়ে যায়
অন্ধকারে নিমজ্জিত হই আমি
এত টুকু আলো দেখিনা দুই চোখে
ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখি
গাঢ় কালো অন্ধকার।


নিজের ভাগ্য যে বদলাতে পারেনা
তাকে তুমি কি বলবে?
নিশ্চয় উত্তম বলবেনা
তাই এই অধমের থেকে দূরে থাকাই ভালো।
অনন্য সুন্দর পথে হেঁটে যাও তুমি
যে পথে অন্ধকার নেই
যে পথে কষ্ট আর দুঃখের লেশ নেই।


অনিন্দিতা এই কথা বলতে পারলাম আমি
এছাড়া দ্বিতীয় কোনো কথা বলার নেই
আমি যে অন্ধকার ভবিষ্যতের যাত্রী।
যদি কোনো দিন আলো ফুটে
এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাই
হয়তো সেদিন  খুঁজে নেবো তোমাকে।


যশোর
২৩/০৮/২১