ভাগ্য যদি প্রসন্ন চাও
মঈন তাজ


ভাগ্য যদি প্রসন্ন চাও
কর্ম করো তবে,
পরিশ্রমে কপাল তোমার
সুপ্রসন্ন হবে।


ভাগ্য নিয়ে থাকলে বসে
হবেনা আর কিছু,
অলস হলে দারিদ্রতা
ছাড়বেনা আর পিছু।


অলসতা ধীরে ধীরে
করবে মাথা নিচু,
মুখে তুলে কেউ দেবেনা
টসটসে ঐ লিচু।


শ্রম সাধনা করলে পারে
আসবে সফলতা,
দূর হতে তাই করবে সালাম
সকল বিফলতা।


যশোর
২৭/০৯/২০